কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি! রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে সংবাদ প্রকাশ করায় দৈনিক সাতক্ষীরা পত্রিকার কালিগঞ্জ বুরো প্রধান সাংবাদিক হাফিজুর রহমানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করে কুদ্দুস ও তার বাহিনী।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা মোড় সাইদের চায়ের দোকান সংলগ্ন এলাকায় তার উপর এই অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এই বিষয়ে কালিগঞ্জ কালিগঞ্জ থানা ও সেনাক্যাম্পে সাংবাদিক হাফিজুর রহমান বাদী হয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক হাফিজুর রহমান ‘দৈনিক সাতক্ষীরার সংবাদ’ পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে কালিগঞ্জ উপজেলার ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে অত্র এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড, সামাজিক বিষয়সহ অন্যান্য বিষয় প্রতিনিয়ত পত্রিকায় প্রকাশ করে থাকেন। গত (১৯ এপ্রিল) কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে সংবাদ প্রকাশ করায় এবং কিশোর গ্যাংয়ের দুইজন সদস্যকে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। উক্ত বিষয়টি নিয়ে পত্রিকায় প্রকাশ করে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠের পূর্ব পার্শ্বে সাইদ হোসেনের চায়ের দোকানের সম্মুখে দাড়াইয়া মোবাইল ফোনে কথা বলাকালীন সময়ে মোটরসাইকেল যোগে এসে উপজেলার বাজার গ্রাম এলাকার মৃত শেখ নেছার উদ্দীন ছেলে শেখ আব্দুল কুদ্দুস, আউরঙ্গজেবের ছেলে খোকনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সাংবাদিক হাফিজুরের উপরে সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা তারা কিল, চড়, ঘুসি মারে এবং পরবর্তীতে নিউজ করলে তাকে জীবনাশের হুমকি প্রদান করে। এ সময় সাংবাদিক হাফিজুরকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, সাবেক সেনা কর্মকর্তা/কমান্ডো (১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন/৩ ই-বেঙ্গল রেজিমেন্ট) আমি ১৯৯৭ সালে অবসর গ্রহন করি। সেই থেকে আমি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ কাজ করছি। তিনি আরোও বলেন- আমি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছি। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু বখাটে ভাড়াটিয়া করে প্রকাশ্য দিবালোকে আমার উপর এই হামলা চালিয়েছে।
বিষয়টি নিয়ে কালিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা এই অতর্কিত হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য প্রতিবাদ জানিয়েছেন।