ঢাকা, ১১ মার্চ ২০২৫ খ্রি.সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে ভাস্যমান নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।