ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), ২। শুভ হাওলাদার (২৩), ৩। মুন্না মাতাবর (২১), ৪। রাহাত (১৯), ৫। মোঃ সাগর (১৯), ৬। ফাহিম (১৯), ৭। অনিক (১৯), ৮। শুভ মিয়া (২০) ও ৯। মোঃ অহিদুজ্জামান নয়ন (২০)।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) কোতয়ালী থানাধীণ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।