অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৩৮৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশ থেকে গ্রেফতার হয়েছে এক হাজার ১৪০ জন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া, ডেভিল হান্টে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে ।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।