যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখী প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি- আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে গুলশান ২ ভারতীয় দূতাবাসের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন।
পদযাত্রা টি রামপুরা ব্রিজের উপর পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়,
পুলিশের সঙ্গে পরামর্শ করে যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির এর নেতৃত্বে ০৬ সদস্যের ০১ টিম ভারতের দূতাবাসে গিয়ে স্মারকলিপি টি প্রদান করেন ।
ততক্ষণ সময়, প্রতিবাদী পথ যাত্রার নেতাকর্মীগণ রামপুরা সংলগ্ন এলাকায় অবস্থানরত অবস্থায় থাকেন,,, যাত্রায় ঢাকা মহানগরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মহানগরের নেতাকর্মীগণ এবং বিভিন্ন থানার ও ওয়ার্ড সহ প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মীগণ উপস্থিত থাকেন ।