নরসিংদী জেলা প্রশাসক এর সাথে জেলা জজ আদালতের সরকার পক্ষের বিজ্ঞ কৌসুলিগণের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর)সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী,র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার পক্ষের বিজ্ঞ কৌসুলিগণ।
আলোচনা সভায় শুরুতেই সরকারী কৌসুলিগণ জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিজ্ঞ কৌসুলিগণ সাধারন জনগণকে সুষ্ঠুভাবে আইনের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দিতে জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক বিজ্ঞ কৌসুলিগণের বক্তব্য শুনে তাঁদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সরকারি কৌসুলিদের পক্ষে উপস্থিত ছিলেন,সরকার পক্ষের বিজ্ঞ কৌসুলি এড.আব্দুল হান্নান মিয়া, অতিরিক্ত কৌসুলি, সাদেকুর রহমান গাজী, সহকারি কৌসুলি এড. এ কে নুরুল ইসলাম (নুরন্নবী), এড.শেখ সাখাওয়াত হোসেন, এড. মোঃ শাহাদত হোসেন, এড. মাসুদুর রহমান, এড.রোমানা খানম (মুন্নি), এড.রায়হান রহমান লাকি,এড.আবদুল্লাহ আল মামুন, এড. এ কে এম আমিরুল ইসলাম, এড. বিলকিস আক্তার, এড.সবিতা রায়,এড. সৈয়দ আহমদ,এড.মোহাম্মদ শিহাব উদ্দিন, এড.শেখ মাশিকুর রহমান সুজন প্রমূখ।