নরসিংদী জেলার মনোহরদীর উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(০৯ নভেম্বর)রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মনোহরদী সরকারি কলেজের সাবেক জিএস ও খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে এবং খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার এর সঞ্চালনায় মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,
খিদিরপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং নরসিংদী
জেলা জিসাসের সহ- সভাপতি খন্দকার সেলিম রেজা,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য পলক,উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবদুর বাকিব ফারুক,
পরাগ,ইউনিয়ন যুবদলের সভাপতি আপন,ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আহাদুল করিম সরকার,সাংগঠনিক সম্পাদক রাসেল,মোহাম্মদ আলী,আকরাম,ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাজাহান,উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আলী হোসেন পিয়াল,খিদিরপুর ইউনিয়ন ছাত্র নেতা নিলয়, আপন,মনির,পরাগ প্রমূখ।
আলোচনা সভায় খিদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত করা হয়।