রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জের ধরে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: মিরাজ মোল্লা।
ভিকটিম নাছির রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যায় তার ভাইসহ মোটরসাইকেল যোগে মোহাম্মদপুর থানার রায়ের বাজার বেড়ীবাঁধ দিয়ে যাচ্ছিলেন। তিন রাস্তার মোড়ে পৌছঁলে পূর্বশত্রুতার জের ধরে কতিপয় সন্ত্রাসীরা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। ভিকটিম নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ভিকটিমের ভাই সুমন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় ২২ সেপ্টেম্বর ২০২৪ একটি হত্যা মামলা রুজু হয়। মিরাজ মোল্লা উক্ত মামলার এজাহার নামীয় আসামী।
মামলাটি তদন্তকালে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মিরাজ মোল্লাকে মোহাম্মদপুর এলাকা হতে গতকাল রবিবার বিকালে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ মোল্লা এলাকার এলেক্স ইমন গ্রুপের সদস্য। এই গ্রুপ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত মিরাজ মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি দস্যুতার মামলাও রয়েছে।
নাসির হত্যার সঠিক কারণ উদঘাটন করতে ও অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।