আজ বুধবার (৩ জুলাই) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ঢাকার যানজট মোকাবেলা করাই এই উদ্যোগের লক্ষ্য। পরিষেবাটির মধ্যে রয়েছে রিয়েল-টাইম নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি স্টুডেন্ট ট্র্যাকিং সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা যাতায়াতের সময় সন্তানদের অবস্থান পর্যবেক্ষণ করতে অভিভাবকদের সাহায্য করবে।
পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ টাকা খরচ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।