শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার (২২ মে ২০২৪ খ্রি.)রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি।
ন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদে নির্ভিক চিত্তে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করতে পারে। সকল ধর্মের মানুষের মেলবন্ধনে এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে।
আইজিপি বৌদ্ধবিহারে পৌঁছালে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি কেক কেটে সকলের সাথে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, আজকের এই উৎসবের দিনে আপনাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে থাকেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আজ বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের সাথে তাদের উৎসবে মিলিত হতে আমরা এখানে এসেছি।
আইজিপি বলেন, এই উৎসব পালনে প্রতি বছরের ন্যায় সারাদেশে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো সময়ের তুলনায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারছেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে।
অনুষ্ঠান চলাকালে যে কোন প্রয়োজনে ৯৯৯ ফোন করার কথা বলেন আইজিপি। তিনি বলেন, এটা দেশবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। যে কোন আইনগত সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য অতি অল্প সময়ের মধ্যে পুলিশ আপনার কাছে পৌঁছে যাবে।
মহামতি বুদ্ধ ‘অহিংসা পরম ধর্ম’ এই বাণী প্রচার করেছিলেন। সকল হিংসা ভুলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান আইজিপি।
এর আগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন ও সার্বিক আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ঘুরে দেখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় ডিএমপি কমিশনার শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বী সকলকে শুভেচ্ছা জানান।
এসময় বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের প্রমুখ উপস্থিত ছিলেন।