1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানীর যাত্রবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৩৯ মামলা ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্য গ্রেফতার রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি দুটি হত্যা মামলাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৫৫ মামলা (১৬ এপ্রিল ২০২৫) বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপির তেজগাঁও বিভাগ প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিক্সার বিরুদ্ধে অভিযান ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি ২০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ভাটারায় প্রকাশ্য গুলি ছড়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার গ্রেফতার-৭,ডিবি প্রধান

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৪ Time View

আজ রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।
রাজধানীর ভাটারায় জোয়ার সাহারার খাপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৭ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো রাশেদুজ্জামান খান রাজু, রকিব হোসেন মুন্না, মোঃ শারিকুল ইসলাম খান, মোঃ আজিম পাটোয়ারী, মোঃ মাহবুব খান, শরীফ খান ও মোঃ সোহরাব খান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলভার, ১টি বিদেশী শর্টগান, ১টি পুরাতন রিভলবার, ১টি পুরাতন ৯এমএম পিস্তল, ৭৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২১০ রাউন্ড গুলির খোসা, ৫টি পুরাতন ম্যাগাজিন, ৪০ গ্রাম বারুদ সদৃশ্য পদার্থ ও ৬০ পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গত ১৮ মার্চ ভাটারার জোয়ার সাহারার খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটির রিকশার নাম্বার প্লেটকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জের ধরে গ্রেফতারকৃতরা মোঃ রুবেল হোসেনের উপর দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়া হামলা করে। একপর্যায়ে গ্রেফতারকৃত মোঃ রাশেদুজ্জামান খান রাজু বাসা হতে বের হয়ে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। অপর অস্ত্রধারী রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখম হয়। এরপর অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান-বিভাগ। অভিযানকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীসহ গাজীপুর, মাদারীপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার দিকে জোয়ার সাহারার খাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত রাজুর বাসার বাথরুম থেকে উল্লেখিত অস্ত্রগুলি ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানার অস্ত্র আইনে মামলা হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলাতো।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং