ফোর্সের কল্যাণে নিবেদিত ও মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর অনন্য উদ্যোগে রাজারবাগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে পিঠার একটি বিশেষ স্থান রয়েছে। অগ্রহায়ণ শেষে যখন শীত আসে তখন বাংলাদেশের সকল এলাকায় নতুন ধানের পিঠা তৈরির রেওয়াজ আছে। অনেক এলাকায় পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। আমরা যারা পুলিশে চাকরি করি, আমাদের এই উৎসব করা হয়ে ওঠে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য মিলে আমরা একটি পরিবার। তাই এই পরিবারের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
আসন্ন নির্বাচন উপলক্ষে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা সেই দায়িত্ব পালন করব। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা কাজ করবো।
পিঠা উৎসব শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সদের উদ্বুদ্ধ করতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
পিঠা উৎসবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার; উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।