ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ খ্রি.রাজধানীর আদাবার থানা এলাকার টেকেরহাট থেকে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাসেল (২৪) ২। তানভীর আহমমেদ শুভ (২০) ৩। মোঃ সুজন (৩২) ৪। মোঃ চঞ্চল (২৮) ৫। ফয়সাল (১৭) ৬। সোহান (১৮) ও ৭। চান মিয়া (৩০)।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় আদাবর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল একশন গ্রুপ।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদকগ্রহণরত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা স্থানীয় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত তানভীর শুভ, সোহান, সুজন ও চঞ্চলের নামে আদাবর থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।