ফেসবুকে মোবাইল ফোন বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে ফেসবুক পেজে মোবাইল ফোন এস-২৪ আলট্রা বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তির নিকট হতে কয়েক ধাপে ৭০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। বিষয়টি নিয়ে নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন ভুক্তভোগী। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের নিকট হতে প্রতারিত ৭০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় নিউমার্কেট থানা পুলিশ। পরবর্তীতে আজ বুধবার (৯ এপ্রিল ২০২৫ খ্রি.) উদ্ধারকৃত ৭০ হাজার টাকা ভুক্তভোগীকে বুঝিয়ে দেয় নিউমার্কেট থানা পুলিশ।
প্রতারকদের খপ্পরে পড়ে হারানো ৭০ হাজার টাকা ফিরে পেয়ে নিউমার্কেট থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী।