ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.খুন, ছিনতাই, মারামারি ও মাদকসহ ৮ মামলার আসামি মো. রনি ওরফে আল আমিন ওরফে জয় (২৫) কে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। রনিকে গ্রেফতারের সময় তার সহযোগী পেশাদার মাদক কারবারি মোঃ মাকসুদ (২৫), মোঃ সাকিবুল হাসান (২৩) ও মোঃ সুরুজ রহমান (২৪) দেরও গ্রেফতার করে থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় পল্লবী সেকশন-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য সেকশন-১১ এলাকার একটি বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি রনি, মাকসুদ, সাকিবুল ও সুরুজকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ রনির বিরুদ্ধে খুন, ছিনতাই, মারামারি ও মাদকের আটটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।