নরসিংদীর মনোহরদীতে বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার(৪ মার্চ)উপজেলার চালাকচর বাজারে পবিত্র রমজান উপলক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মাংস,ভোজ্য তেল,কাঁচা বাজার,মাছের বাজার,ইফতার সামগ্রী ও মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯”এর ৩৮ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটিং অফিসার স্যানিটারি ইন্সপেক্টর,মো.শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,চালাকচর বাজার পরিচালনা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।