রাজধানীর খিলগাঁও এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় ১০টি মামলার আসামি হৃদয়সহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জিবিল হোসেন প্রকাশ জীবন (৩৫), ২। মোঃ মহসিন মোল্লা প্রকাশ আলম (৩৬) ও মনিরুজ্জামান মনির প্রকাশ হৃদয় (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু একটি চাপাতি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ৫:০০ ঘটিকায় খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার ত্রিমোহনী ব্রীজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মোঃ সুমন মিয়া খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি প্রেস কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার ভোর ৫:০০ ঘটিকায় তিনি ও তার সহকর্মী নুর ইসলাম কাজ শেষে বাসায় ফেরার পথে খিলগাঁও থানার নন্দীপাড়ার ত্রিমোহনী ব্রীজের সামনে পৌঁছলে একটি অটোরিকশা যোগে কয়েকজন দুস্কৃতকারী তাদের পথ রোধ করে। দুস্কৃতকারীরা তাদেরকে ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা নগদ ১২০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে খিলগাঁও থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং জীবন, প্রকাশ ও হৃদয়কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা আরো এক ছিনতাইকারী ছিনাতাইকৃত মোবাইল ফোন ও টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে একটি ধারালো চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। এ ঘটনায় সুমন মিয়া বাদী হয়ে খিলগাঁও থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো এক জনের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করেন।
খিলগাঁও থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত জিবিলের হৃদয়ের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ১০টি মামলা রয়েছে। অন্যদিকে মহসিনের বিরুদ্ধে খিঁলগাও থানায় ও জিবিলের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি করে দস্যুতার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।