শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে সেই ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী দল বিএনপি র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন টঙ্গী ৫৭ নং ওয়ার্ডের বাসিন্দার ও বিএনপি’র পরিবারের সন্তান শাহাবুদ্দিন।
গাজীপুর মহানগর ৫৭নং ওয়ার্ড হাজী নগর ইউনিট এলাকার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে সকলের মুখে মুখে রব উঠেছে একটিই নাম সেটি হলো ভরাণ মাজার হাজী নগর ইউনিট যুবদলের
সফল সভাপতি, বিএনপির পরিবারের সন্তান ও তরুণ প্রজন্মের আইকন শাহাবুদ্দিন।
টঙ্গী ৫৭ ওয়ার্ড হাজী নগর ইউনিট জনমত জরিপে দেখা গেছে, উক্ত ওয়ার্ডের কয়েকজন জন যুবদলের সভাপতি পদপ্রার্থীর মধ্যে তিনি সর্বপ্রথমে রয়েছেন বলে এলাকাবাসী এছাড়াও শাহাবুদ্দিন ও বিএনপির নেতাকর্মীরা
প্রতিবেদককে জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীকে চলতে হবে। কী পেলাম আর কী পেলাম না এ নিয়ে ভাববার সময় এখন নয়।
এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফার কথা এবং আমাদের অহংকার তারেক রহমানের আহ্বানের কথা পৌঁছিয়ে দিতে হবে।
দলের দুর্দিনে যারা রাজপথে ছিলেন, নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন,দল নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় গেলে অবশ্যই তাদের মূল্যায়ন করবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রহমানের কর্মকাণ্ডকে মূল্যায়ন করেই আমাদের সামনের দিনগুলোকে এগিয়ে নিতে হবে।
তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দীর্ঘ ১৭বছর পর মুক্ত বাতাসে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, সেটি পূর্ণতা পাবে,আর যদি কথিত ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আচরণ করি এবং দলের আদর্শ না মানি তবে আমাদের ভাগ্যে এর চেয়েও খারাপ কিছু লেখা হবে।
তিনি দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি ৫৬ নং ওয়ার্ড হাজী নগর ইউনিটে যুবদলের সভাপতি পদপ্রার্থী অংশ নেন ,দলীয় সিদ্ধান্ত মতে
বিএনপি’র আদর্শকে বুকে লালন করে তবুও তিনি বিএনপি’র রাজনীতির হাল ছাড়েননি। তিনি জীবনটাকে বিএনপির রাজনীতি বুকে আঁকড়ে ধরে আছেন দীর্ঘদিন ধরে।
তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে এ পর্যন্ত তার বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া যায়নি,এজন্যই টঙ্গী ভরাণ মাজার হাজী নগর ইউনিট এলাকার সাধারণ জণগণ
তাকে এবার ভরান হাজী নগর ইউনিট যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেন।
তবে শাহাবুদ্দিন ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে একটি আইকন হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
বিএনপির দুর্দিনের কান্ডারী, ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ কর্তৃক নির্যাতনের শিকার তিনি আরও বলেন আমি ছোট বেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে।
কতিপয় ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেন তবে রাখে আল্লাহ মারে কে আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন।
আমি বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রহমানে আদর্শের সৈনিক হিসেবে নেতা হয়ে নয় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করতে চাই বলে শাহাবুদ্দিন প্রতিবেদককে বলেন।
তিনি এটাও বলেন আমি এই ইউনিটের যুবদলের সভাপতি না হয়েও ইউনিটবাসীর জন্য সময়ে অসময়ে ও করোনাকালীন সময়ে যে সাহায্য-সহযোগিতা জনগণের মাঝে করেছি তা জনগণ কখনই ভুলবেন না আশাকরেন ব্যাখ্যা করেন।
আমি সভাপতি হতে পারলে টঙ্গী ভরাণ মাজার হাজী নগর ইউনিটকে নতুন করে সাজাবো সেই সাথে একটি দুর্নীতিমুক্ত ইউনিট গঠন করবো।