আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও দৈনন্দিন টহল কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পাঁচটি ১৬০ সিসি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে রানার গ্রুপ।
রানার গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি। রানার গ্রুপ কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল গুলো ডিএমপির সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে এবং নিয়মিত টহল কার্যক্রমকে আরো তরান্বিত করবে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রানার গ্রুপের এমডি মো. নজরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।