নরসিংদীর মনোহরদীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৭ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,নরসিংদী-৪(,মনোহরদী-বেলাব) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান কে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত নির্বাহী অফিসার মনোহরদীকে আধুনিকভাবে ঢেলে সাজাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক,সাবেক ভিপি মাহমুদুল হক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা.রেহান উদ্দীন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি এ.কে.এম বাসেদ মোল্লা ভুট্টো,উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জল,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু,পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট ইমরান,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ,খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,মো.শাহিন মিয়া,কৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন,ছাত্রনেতা আবদুল্লাহ আল-মামুন টিটুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।