নরসিংদীর মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসারের সাথে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৬ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,এড. আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর পক্ষে উপজেলা বিএনপি’র সদস্য সচিব,মো.আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান কে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করে উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্বাহী অফিসারকে অবগত করেন।
উপজেলা নির্বাহী অফিসার সচ্ছ ও সুশৃঙ্খল মনোহরদী গঠনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ছাড়াও,নরসিংদী জজ কোর্টের জিপি,এড.আবদুল হান্নান,যুবদলের সদস্য সচিব,মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।