মাগুরার মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সদরের ডাকবাংলো এলাকার শহীদ আহাদের আম্মা পাখি খাতুন রবিবার ইউএনও অফিসে একটা কাজের জন্য গেলে অপমানজনক কথা বলেন মহম্মদপুর ইউএনও অফিসের কর্মচারি শুকুর মৃধার ছেলে হান্নান মিয়া।
এঘটনা আহাদের মা' পাখি খাতুন বৈষম্য বিরোধী ছাত্রজনতার নেতৃবৃন্দ কে জানালে বিষয়টি দফাই দফাই উত্তেজনায় রুপ নেয়।
অদ্য সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ইউএনও'র বাংলোর সামনে জড়ো হয়ে গতকালের বিষয়টি অভিযোগ করলে ইউএনও পলাশ মন্ডল আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা শান্ত হন।এসময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মতিউর রহমান,ইউপি সদস্য তানজির রহমান সোহাগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ