পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ মইনুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ মইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে যথাক্রমে বাহারুল আলম ও শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ-সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মো. মইনুল ইসলামকে ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় এবং মো. মইনুল হাসানকে ৭ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার করা হয়।