ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের আভিযানিক তৎপরতায় একটি অবৈধ একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, পল্লবী থানা এলাকার মিসেস জুলেখা বেগম এর নামে একটি লাইসেন্সকৃত অস্ত্র ও কিছু গুলি ছিলো। কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে সরকার নির্ধারিত সময়ে লাইসেন্সকৃত অস্ত্র-গুলি থানায় জমা দিতে পারেননি।
সিটিটিসি সূত্রে আরো জানা যায়, সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের আভিযানিক তৎপরতায় সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) জুলেখা বেগমের নামে লাইসেন্সকৃত আমেরিকার তৈরি ১২ বোরের একটি একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি তার ছেলে খান মোহাম্মদ আশেক ইউসুফ পল্লবী থানায় জমা প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।