উৎসবমুখর ও জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে কাউলীবেড়া,ভাঙ্গা,ফরিদপুরের সর্ববৃহৎ সামাজিক, শিক্ষামূলক সংগঠন খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা ও সিরাত কনফারেন্স অনুষ্ঠান।
গত শনিবার(১৬ নভেম্বর) সকাল ১০ টায় কাউলীবেড়া কাজী ওলীউল্লাহ উচ্চ বিদ্যালয় এর অডিটরিয়াম থেকে কুরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শফিকুল ইসলাম আল মাদানী ও
মাওলানা মাসুদুর রহমান সাহেব মাওলানা শফিকুল ইসলাম সাহেব মাওলানা আবু মুসা সাহেব
মাওলানা তাসলিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া
চেয়ারম্যান কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ সমাজসেবা অফিসার ভাঙ্গা থানা। অনুষ্ঠানের সভাপতি করেন মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী ও পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর অন্যান্য উপদেষ্টা, নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মাওলানা ইমরান সাহেবের উদ্বোধনী বক্তব্যের পর ব্যারিস্টার বাদল বেপারী বলেন, আগামীর পৃথিবী হবে প্রযুক্তি নির্ভর তাই আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
এছড়া বিশেষ অথিতি শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, সাধারণ ও কারিগরি শিক্ষার পাশাপাশি আমাদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে।
খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আল্লামা শফিকুল ইসলাম আল মাদানী বলেন, দেশের অগ্রগতির জন্য সেক্টর ভিত্তিক গবেষণার বিকল্প নেই আর এক্ষেত্রে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে।
উক্ত প্রোগ্রামটিতে শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকগন এসে অভিভূত ও উৎফুল্লিত হয়। আগত অতিথিবৃন্দ এমন দৃষ্টিনন্দন ও অর্থবহ প্রোগ্রামটির ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।
পরবর্তীতে ক্রেস্ট, ও গিফট বক্স বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।