নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল শুক্রবার(১৫ নভেম্বর)বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার সিরাজনগর নয়াচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করে স্থানীয়রা।
এ দিকে স্থানীয়দের মানববন্ধনের খবরে উক্ত এলাকা পরিদর্শনে আসেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার প্রমূখ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রায়পুরা উপজেলার আদিয়াবাদ এবং পার্শবর্তী শিবপুর উপজেলার যোশর ও বাঘাব ইউনিয়নের নয়াচর, সৈকার চর, যোশর, মাখাল্লা, কামালপুর, জানখার টেক, লেটাব, দক্ষিন কামালপুর, কাজিয়ারা, শ্রীরামপুরসহ ১২ টি গ্রামের লক্ষাধিক মানুষের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারসহ অন্যান্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম আড়িয়াল খাঁ নদীর উপর তৈরীকৃত একটি বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে পারাপার হতে হয় ছোট নৌকায়। দৈনিক ৪ থেকে ৫ হাজার মানুষ নিয়মিত ও সপ্তাহের তিনদিন রাধাগঞ্জ হাটের দিন আরও বেশি মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ সাঁকো।
রাধাগঞ্জ বাজারে সরকারিভাবে ইজারা দেওয়া ঘাট থেকে নৌকা ও বাঁশের সাঁকোর মাধ্যমে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দেখা দেয় প্রতিবন্ধকতা ,বাজারে কৃষিপণ্য ও মালামাল আনা নেওয়া, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকিসহ পোহাতে হয় নানা দুর্ভোগ। ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে নদী পারাপার হতে গিয়েও সরকারী এ ঘাটে জনপ্রতি ১০ টাকা দিতে হয় ইজারাদারদের। দীর্ঘদিন ধরে দুর্ভোগ লাগবে স্থানীয়রা এখানে সেতু নির্মাণের দাবী জানিয়ে আসলেও স্থানীয় সাবেক সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজুর বিরোধীতার করায় ব্রিজটি নির্মান কাজ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
মানববন্ধনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রেজাউর রহমান রিপন বলেন, সিরাজনগর নয়াচর উম্মুল কারি ফাজিল মাদ্রাসা ছাড়াও অত্র এলাকায় একটি উচ্চ বিদ্যালয় ও বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো ও বর্ষাকালে ছোট ডিঙ্গি নৌকা। এতে আমাদের এলাকার মানুষের দুর্ভোগের শেষ নাই। রাধাগঞ্জ বাজারটি রায়পুরার ঐতিহ্যবাহী ও পুরাতন একটি বাজার। অত্র বাজারসহ আশেপাশের হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে থাকেন। এতে মালামাল পরিবহন ও রোগী আনা নেওয়া অনেক কষ্টকর। তিনি আরো বলেন, স্থানীয় সাবেক এমপি সেতু নির্মানের আশ্বাস দিলেও ভিতরে ভিতরে তিনি এর বিরোধিতা করে গেছেন। তাই দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ সেতু নির্মাণ থেকে বঞ্চিত রয়ে গেছে। এই এলাকার মানুষের প্রাণের দাবী রাধাগঞ্জ সিরাজনগর নয়াচর আড়িয়াল খাঁ নদীর উপর একটি সেতু। তাই আমি এলাকাবাসীর পক্ষে তাদের চলাচলের সুবিধার্থে এখানে একটি সেতু নির্মাণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
স্থানীয় ইফতেখার আমেদ রাসেল বলেন, দেশ ২য় বার স্বাধীন হওয়ার পর থেকে এ ব্রিজটি নির্মানের জন্য দাবি জানিয়ে আসছি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে তুলে ধরা হয়েছে সাবেক এমপি রাজু বিরোধীতার কারনে ব্রিজটি নির্মান করা সম্ভব হয়নি।
নয়াচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলাম জানায়, বর্ষকালে নৌকায় পারপার হতে গিয়ে দেরি হয়ে যাওয়ায় যথাসময়ে ক্লাশে হাজির হতে অসুবিধা হয়। বাঁশের সাঁকোটি প্রায়ই ভেঙ্গে পড়ে। অনেক সময় মানুষ পড়ে গিয়ে আহত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীদেরকে আশ্বস্ত করে বলেন,পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নরসিংদী জেলার মোট ৪টি সেতুর মধ্যে এখানে ১টি সেতু নির্মাণের প্রস্তাবনা প্রক্রিয়াধীন আছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সার্ভে করা হয়েছে। সেতু নির্মাণে নকশা তৈরির পর দরপত্র আহবান করা হবে। আশা করছি সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে।
মানববন্ধনে এলাকাবাসীর সাথে উপস্থিত ছিলেন জহিরুল হক আপেল, রাধাগঞ্জ বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ইফতেখার আহাম্মেদ রাসেল,আতিকুর রহমান, বিএনপি নেতা বদিউজ্জামান বদি,মো : বাদল মিয়া, খোকা মেলেটারি, রুবেল প্রধান সামুদ মিয়া, খোরশেদ আলম, মাসুদ মিয়া, মিলন মাস্টার, মোমেন সরকার, শরীয়ত উল্লাহ, মিজান মিলিটারি, আলম মোল্লা, ইলিয়াস মেম্বার, হারুন অর রশিদ, শহিদুল্লাহ ডিলার, মতি মেম্বার, চাঁন মিয়া প্রধান, শফিকুল ইসলাম, রায়হান প্রধান, আব্দুল্লাহ আলফাজ, আহমেদ নুর রাসেল, শাহাদাৎ হোসাইনসহ সুশীল সমাজ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।