নরসিংদীর মনোহরদীতে চালাকচর বাজারের রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা।
সরেজমিনে গিয়ে জানা যায়,নরসিংদীর মনোহরদীতে হেতেমদী থেকে চালাকচর হয়ে সাগরদী বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। রাস্তা সংস্কারের কাজ চলমান থাকলেও হচ্ছে না চালাকচর বাজারের ভিতরের ঢালাইয়ের কাজ। এতে করে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা-বিক্রেতাসহ যাতায়াতকারী পথচারীরা। বাজারের ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মীদের জানান,বাজারের ভিতরের রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে দেরী করায় যাতায়াতের অসুবিধার কারণে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। যে কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। তাছাড়াও বাজারের অর্ধেক রাস্তা ঢালাই হওয়ায় তার উপরই হকাররা ফুটপাতের দোকান বসিয়ে বাজারের পরিবেশ নষ্ট ও যানজট তৈরী করছে। রাস্তার অপর পাশ দিয়ে গাড়ী ও সিএনজি চলাচল করলেও আয়তন কম থাকায় সবসময় যানজট লেগেই থাকে। এতে করে পথচারী ও ক্রেতারা সবসময় দুর্ঘটনার ভয়ে তটস্থ থাকে।
কয়েকজন ক্রেতা গণমাধ্যম কর্মীদের জানান,উপজেলার চালাকচর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের অনেক সুনাম থাকায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে এখানে ভিড় জমাতো। শুক্র ও সোমবার সপ্তাহে দুই দিন দুপুর থেকেই বাজারে জমজমাট পরিবেশ তৈরী হতো। রাস্তাটির ঢালাইয়ের কাজ বেশকিছু দিন যাবৎ বন্ধ থাকায় শুক্র ও সোমবার বাজারটি আর আগের মতো জমে উঠছে না। বেশ কিছু দিন পর অপর পার্শ্বের কাজ শুরু হলেও তা চলছে খুবই মন্থর গতিতে।
এমতাবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা বাজারের যানজট নিরসন ও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা,সড়ক ও যোগাযোগ উপদেষ্টা,সড়ক ও জনপদ বিভাগ নরসিংদী ও স্থানীয় প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছে।