শরীয়তপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জেলা কার্যালয়ে এ বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পৌরসভা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা মুহা. আবদুর রব হাশেমী। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।
বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, পৌরসভা নায়েবে আমীর আবদুজ জাব্বার মীর প্রমুখ।
এসময় বক্তারা ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।