নরসিংদীর মনোহরদীতে মৎস্য চাষীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(৬ নভেম্বর)সকালে"ইলিশ আমাদেরনজাতীয় মাছ,জাটকা ধরলে সর্বনাশ"এই প্রতিপাদ্যক সামনে নিয়ে মৎস অধিদপ্তর মনোহরদী,নরসিংদীর আয়োজনে ও বাস্তবায়নে উপজেলার এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ইলিশ সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মৎস কর্মকর্তা মো.ফয়সাল আযম।
প্রধাব অতিথির বক্তব্যে তিনি মৎস্য চাষীদের মৎস্য সম্পদ রক্ষার জন্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরেন। তিনি বলেন বর্তমানে মাছের বংশবিস্তার ধ্বংস হয়ে যাচ্ছে। কারেন্ট জাল নিয়ে আমরা ডিমওয়ালা মাছ শিকার করছি।৷ এতে করে মাছের বংশবিস্তারের অনেক ক্ষতি হচ্ছে। মাছ তাদের বংশবিস্তার করতে পারছে না।ফলে দেশের মধ্যে মাছের সংকট দেখা দিচ্ছে। এতে করে আমাদের দেশের অর্থনেতিক ক্ষতি হচ্ছে। আমাদের সকালের উচিত এইসব বিষয়ে সচেতন থাকা। মৎস সম্পদের উন্নতি মানে দেশের উন্নতি। দেশের উন্নচরতির জন্য আমাদের সকলকে মাছের বংশবিস্তার এর জন্য বিভিন্ন পদক্ষেপে গ্রহণ করতে হবে।
উক্ত সভায় সার্বিকভাবে সহযোগীতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের
৯ নং ওয়াডের সন্মানিত মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব। তিনি ও মৎস্য চাষীদের উদ্দেশ্যে মৎস্য সম্পদ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূল বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,মৎস্য চাষীগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।