নরসিংদীর মনোহরদীতে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(৬ নভেম্বর)সকালে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়,নরসিংদী এর আয়োজনে মনোহরদী উপজেলা প্রশাসন এর সহযোগীতায় ভৌগলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ৫০ জন কলাচাষী অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে বক্তারা,কলার বাম্পার ফলনে করনীয় সম্পর্কে চাষীদেরকে নানা পরামর্শ প্রদান করেন।
এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২ জন পরিচালক,নরসিংদী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা,মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা,মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ,ব্যবসায়ীবৃন্দ,উপজেলার কলাচাষীবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।