আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মিনি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর মাহাদী দাইয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুুর দাস মণ্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ নেসতোয়ারা, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কবির হুসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ডা.তিলাম হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম , উপজেলা যুবদলের সভাপতি মো:তরিকুল ইসলাম তারামিয়া, মহম্মদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মাসুদ রানা,সকল সরকারি বিভাগের দপ্তর প্রধানগণ, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ বছর মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ১০০ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।