গত ২৪ আগস্ট/২৪ হাতিরঝিল থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী সাবেক সহ সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা রনিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বুধবার ২৫ সেপ্টেম্বর তুরাগ থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতিরঝিল থানায় রুজুকৃত মামলার আসামী সাবেক সহ সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ রনি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৫ সেপ্টেম্বর রাতে তুরাগ থানা এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেফতার করে।
হাতিরঝিল থানার মামলায় রনিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।