লালবাগের শহীদনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে ( রাত ২.৩০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের আধা গলির মাথায় ওয়াসার পানির পাম্পের পশ্চিম পাশ থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা অবস্থায় ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে থানার একটি টহল টিম।এর মধ্যে সিসার পিলেটযুক্ত শটগানের কার্তুজ কফি রঙ এর ২১ (একুশ) রাউন্ড, গাড় সবুজ রঙ এর কার্তুজ ৩৯ (উনচল্লিশ) রাউন্ড, হালকা সবুজ রঙ এর ১৭ (সতের) রাউন্ড এবং সাদা রঙ এর ০৭(সাত) রাউন্ড কার্তুজ রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।