ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
গত সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পুলিশের এ কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে যোগদানের পূর্বে মুহাম্মদ তালেবুর রহমান এআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন।