শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবীতে মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখায়) অভিভাবকদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচিতে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধি পঙ্কজ নাথ সুর্য ও মোঃ রাশেদ, সচেতন ছাত্র সমাজের অতিরিক্ত যুগ্ম আহবায়ক শাহ্ মুহাম্মাদ আলী মাহাদী এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কানিজ ফাতেমা, রাবেয়া সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ । বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে এদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম চালু হয়েছে। এই কারিকুলাম এদেশের পতিত শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । ছেলে-মেয়েদের শিক্ষার এই নৈরাজ্য ও তাদের বিপন্ন ভবিষ্যৎ দেখে উদ্বিগ্ন হয়ে দেশবাসী শুরু থেকেই কারিকুলাম বাতিলের দাবীতে আন্দোলন করে আসছেন । বিগত প্রায় দেড় বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি সাধারণ ধারার শিক্ষা এবং সাধারণের সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্যই বিদেশী নানা শক্তির সাথে মিলে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার এই কারিকুলাম প্রণয়ন করেছিল । কিন্তু স্বৈরাচারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিলের পক্ষে মতামত দিয়েছেন । তবে এই কারিকুলাম বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখানো দেয়া হয়নি ।
বক্তরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষা, মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী এই শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবি জানান । সেই সাথে পুর্বের কাঠামোবদ্ধ শিক্ষা কারিকুলাম চালু করার আহবান জানান । বক্তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের বিষয় গুলো নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমান সরকার এবং সচেতন দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন । সেই সাথে যারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে তাদেরকে অপসারন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন । অভিভাবক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী করেন ।