মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান পরিস্থিতির কথা চিন্তা করে এই উত্তপ্ত পরিবেশ স্বাভাবিক রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক ও ইমামসহ নানা শ্রেনিপেশার মানুষ নিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা মিনি কনফারেন্স রুমে এই আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা বা দাঙ্গা হাঙ্গামা যেন না ঘটে, এজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত সকল দলের নেতা কর্মীবৃন্দ বলেন, তাদের দ্বারা কোন প্রকার জঘন্য কাজ হচ্ছে না, যা হচ্ছে এটা তৃতীয় একটা পক্ষ করছে। এরা বিএনপি, জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব করছে। আবার গ্রাম্য দলাদলির জেরেও এসব হচ্ছে বলে আমাদের কাছে সংবাদ আছে। তারা বলেন, আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরেছি তাতে এই তথ্যগুলোই পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিবুল ইসলাম, তৌফিক কালাম অভি, ফেরদৌস রানা, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সদস্য সচিব মোঃ আকতারুজ্জামান, সদস্য গোলাম আজম সাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাও. কবির হুসাইন, উপজেলা যুব দলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া, স্বেচ্চাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন, শিক্ষকদের পক্ষে সুপার মোঃ মতিউর রহমান, আবু নাঈম, উপজেলা ছাত্র দলের সভাপতি নুর আমিন শিকদার সজিব, বাজার বণিক সমিতির পক্ষে আক্তারুজ্জামান বিল্লা ও প্রেসক্লাব মহম্মদপুরের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহম্মদপুরে শহীদ আঃ আহাদ ও সুমনসহ সকল শহীদদের জন্য এক মিনিট নিরাবতা ও তাদের আত্মার মাকফেরাত কামনায় দোয়া করা হয়েছে।