রাস্তায় দীর্ঘক্ষণ রোদে হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে। তীব্র গরমে সকল অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ। ধানমন্ডি থানার অফিসার্স ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) বলেন,স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। তাঁর নির্দেশনায় ডিএমপির ধানমন্ডি মডেল থানা এলাকায় সকল অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।
তিনি আরো বলেন,কমিশনার মহোদয় মানবিক পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র পুলিশ অফিসার তার নির্দেশক্রমে যতদিন প্রচণ্ড দাবদাহ থাকবে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।