রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজানুর রহমান ওরফে সোহেল, মোঃ সোহাগ, মোঃ সুজন, মোঃ আলামিন ও রাসেল।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম জানান, সোমবার (২৬ মার্চ ২০২৪) সন্ধ্যায় ভিকটিম মোঃ আকাশ প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে যায়। রাতে বাসায় না ফেরায় ভিকটিমের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ভোরে ভিকটিম তার মোবাইল ফোনে তার স্ত্রীকে জানায় তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। পরে অপহরণকারীরা ভিকটিমের স্ত্রীকে জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে; তাকে মুক্ত করতে হলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় ভিকটিমকে জবাই করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
তিনি জানান, এসংক্রান্তে ভুক্তভোগীর স্ত্রী গত মঙ্গলবার (২৭ মার্চ ২০২৪ খ্রি.) কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তথা-প্রযুক্তির সহায়তায় অপহৃত ভিকটিম মোঃ আকাশকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।