আজ রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।
রাজধানীর ভাটারায় জোয়ার সাহারার খাপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৭ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো রাশেদুজ্জামান খান রাজু, রকিব হোসেন মুন্না, মোঃ শারিকুল ইসলাম খান, মোঃ আজিম পাটোয়ারী, মোঃ মাহবুব খান, শরীফ খান ও মোঃ সোহরাব খান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলভার, ১টি বিদেশী শর্টগান, ১টি পুরাতন রিভলবার, ১টি পুরাতন ৯এমএম পিস্তল, ৭৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২১০ রাউন্ড গুলির খোসা, ৫টি পুরাতন ম্যাগাজিন, ৪০ গ্রাম বারুদ সদৃশ্য পদার্থ ও ৬০ পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গত ১৮ মার্চ ভাটারার জোয়ার সাহারার খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটির রিকশার নাম্বার প্লেটকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জের ধরে গ্রেফতারকৃতরা মোঃ রুবেল হোসেনের উপর দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়া হামলা করে। একপর্যায়ে গ্রেফতারকৃত মোঃ রাশেদুজ্জামান খান রাজু বাসা হতে বের হয়ে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। অপর অস্ত্রধারী রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখম হয়। এরপর অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান-বিভাগ। অভিযানকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীসহ গাজীপুর, মাদারীপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার দিকে জোয়ার সাহারার খাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত রাজুর বাসার বাথরুম থেকে উল্লেখিত অস্ত্রগুলি ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানার অস্ত্র আইনে মামলা হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলাতো।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।