ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভরসা ও আস্থা অর্জন করেছেন আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ডিএমপির সদস্যদের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম এবং সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে শুভেচ্ছো বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
ইফতার ও দোয়া মাহফিলের আগে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশ সদস্যদের চিকিৎসাসহ যে কোনো সমস্যায় যা করা দরকার তাই করা হবে। আমরা তাদের সমস্যা সমাধান করে যাচ্ছি। এর প্রতিফলনও আমরা পাচ্ছি। বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল বাহিনী। তারা তাদের দায়িত্ব যেভাবে পেশাদারিত্বের সাথে পালন করছে, তাতে আমরা গর্ববোধ করি। আসন্ন ঈদে শুধু ঢাকা শহর নয়, সারা দেশের মানুষ যখন তাদের গ্রামের বাড়িতে যায় তখন আমরা নিরাপত্তা দিয়ে থাকি যাতে দেশের মানুষ ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারেন।
ডিএমপি কমিশনার বলেন, অগ্নিঝরা মার্চ আমাদের স্বাধীনতার মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে আমাদের পূর্বসূরী পুলিশ সদস্যরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এই রাজারবাগের পবিত্র মাটি থেকে। সেই সব বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, রমজানে ঢাকা শহরের কর্মজীবী মানুষ ইফতারের আগে যাতে নির্বিঘ্নে বাসায় পৌঁছতে পারে সে জন্য আমাদের তৎপরতা থাকে। ট্রাফিক পুলিশ সদস্যের পাশাপাশি ক্রাইম বিভাগও ইফতারের আগে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। নগরবাসী যখন ঈদের ছুটিতে বাড়িতে যায় তখন তাদের সম্পত্তি আমাদের জিম্মাদার হিসেবে রেখে যায়। সেই জিম্মাদার হিসেবে পবিত্র দায়িত্ব আমাদের অফিসাররা পূর্বে যেভাবে পালন করেছেন এবারও একইভাবে ঈদ ও ঈদ পরবর্তী সময়ে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হব।
ইফতার ও দোয়া মাহফিলে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।