বহুল প্রচারিত দেশের পাঠক নন্দিত দৈনিক সংবাদপত্র যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
বুধবার বারিধারার প্রগতি সরণির পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের পক্ষে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি।
২০০০ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে পাঠকের আস্থা ও ভালবাসায় “সাহসে, সংগ্রামে, অবিচল আস্থায় যুগান্তর” প্রতিপাদ্যে পত্রিকাটি উদযাপন করছে ‘পঁচিশে যুগান্তর’।