রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
গ্রেফতারকৃতদের নাম-রাজা, মোঃ জালাল, মোঃ মৃদুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ শামিম মিয়া, মোঃ শহিদ, মোঃ শিমুল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সোহেল খান ও নুর মোহাম্মদ।
গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীনের নেতৃত্বে মোহাম্মদপুরের তাজমহল রোড, জেনেভা ক্যাম্প ও বসিলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যরা পৃথক দলে ভাগ হয়ে ছিনতাই করত। দীর্ঘদিন ধরে কিছু বড় ভাইয়ের নেতৃত্বে তারা এই কাজ করত। বিশেষ করে রাতের বেলা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করত এবং দিনে-দুপুরে গাড়ি থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যেত। তারা ছিনতাইয়ের জন্য লেগুন ব্যবহার করত। লেগুনা চালক ও হেলপারও তাদের সঙ্গে জড়িত। এসব গ্রুপের সদস্যরা চুরি-ছিনতাই ও ইভটিজিংসহ নানান অপরাধে জড়িত।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।