আজ রবিবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার সাংবাদিক লায়েকুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ফরিদপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবং সাংবাদিক লায়েকুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
গতকাল বিকেলে নিজ কর্মস্থল রুপালী বাংলাদেশ কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক লায়েকুজ্জামান। পরে তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।