তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিস ইয়াবা ও মিনি ট্রাকসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ মোরশেদ কামাল।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলা থেকে একটি মিনি ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী ফনিক্স টাওয়ারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ মোরশেদ কামালকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মোরশেদ কামালের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে।