আজ সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
গ্রেফতারকৃতরা হলো ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মোঃ ইখতিয়ার রহমান কবির ও ঢাকার লালবাগ থানার ২৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ ইমন হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ১৩ ডিসেম্বর ভোরে বিএনপির চলমান হরতাল অবরোধের অংশ হিসেবে দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেললে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও ১২ জন আহত হয়। এই ঘটনায় ২৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, কবির জানায় সে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, নিউ মার্কেট, এ্যালিফ্যান্ট রোড ও বংশাল এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী। সে এসব এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনা, নির্দেশদাতা ও অর্থ প্রদান করেছে এমন ৮টি ঘটনার দায় স্বীকার করেছে। এছাড়াও, বংশাল থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার মোঃ জামাল হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ইখতিয়ার রহমান কবিরের নাম এসেছে।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।