ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের ২য় তলায় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শেখ মোঃ রেজাউল হায়দার পিপিএম-বার।
সভায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে নতুন রূপে গড়তে ও পুলিশ ফুটবলের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন নতুন সভাপতি ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ২৫তম সভাপতি হিসেবে গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সহ-সভাপতি এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম; গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার); ৫ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শামীমা আক্তার; ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ও টিম ম্যানেজার বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোহাম্মদ আবু তাহের পিপিএম-সেবা; ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোঃ ওবায়দুর রহমান এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সৌম্য শেখর পাল।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। দলটি ১৯৯৮ সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলে। ২০১৩ সালে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালে ক্লাবটির পেশাদার ফুটবল ক্লাব হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেক হয়। ২০১৮-১৯ মৌসুমে দলটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রথমবারের মত বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত হয়। ২০১৯-২০ মৌসুম হতে দলটি প্রিমিয়ার লিগে খেলছে। লিগের ২০২২-২৩ মৌসুমে তারা তৃতীয় হয়েছে। দেশের শীর্ষ ঘরোয়া লিগে এটিই তাদের সেরা সাফল্য।