ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে ঢাকাস্থ ঔষধ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনারের সাথে ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ঔষধ ব্যবসায়ীদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। কমিশনার ঔষধ ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেন এবং সমাধানের লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও ভবিষ্যতে ব্যবসায়ীদের যেকোন সমস্যা নিয়ে ডিএমপির স্মার্ট পুলিশি সেবা M2C তে 01320-202020 নম্বরে মেসেজ দিলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ঔষধ ব্যবসায়ীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।