আজ ১১ অক্টোবর -২৩ ভারতের নয়াদিল্লীতে আগামী ১২-১৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় “নবম G20 পার্লামেন্টারি স্পীকারস সামিট (পি২০)” শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।
উল্লেখ্য, ভারত সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১৬-২০ অক্টোবর ২০২৩ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ” দ্য ২০২৩ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম”- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ভ্রমণ শেষে স্পীকার আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখে দেশে ফিরবেন।