নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে নাভানা গ্রুপের সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও নাভানা গ্রুপের পরিচালক মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নাভানা গ্রুপের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা ডিএমপি কমিশনারের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ডিএমডি সৈয়দ মনসুর মোস্তফা, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন, ইউসিবি ব্যাংকের ডিএমডি, শান্ত-মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শাহজালাল ইসলামি ব্যাংক ও দারাজের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।