বিশেষ-প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো:আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি মো. আরমান হোসেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রংপুর রেঞ্জ) রাফে সাদমান হুসাইন মো. আদেল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
সভা শেষে পুলিশ লাইনসে ’সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে ফলদ বৃক্ষ রোপণ করেন রেঞ্জ ডিআইজি। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।